১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

মুন্সীগঞ্জে কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানা, ডাল ও একটি কাঠের গুদাম ভস্মীভূত হয়েছে।

রোববার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে তা পাশের ডাল ও কাঠের গুদামে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, কমলাঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে কারখানায় থাকা শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে তা পাশের ডাল ও কাঠের গুদামেও ছড়িয়ে পড়ে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, প্লাস্টিক কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ