আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়ে’কে আটক রাখার কথা স্বীকার করেছে চীন।
বেইজিং বলেছে, আইন লঙ্ঘনের জন্য দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা মেং হংওয়ের বিরুদ্ধে তদন্ত করছে। খবর বিবিসির
ইন্টারপোল এক বিবৃতিতে বলেছে, গত রোববার মে হংওয়ের পক্ষ থেকে পদত্যাগপত্র পেয়েছে তারা এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে চীনে যাওয়ার পথে মেং হংওয়ে নিখোঁজ হন। সে সময় চীন তাকে আটকের বিষয়ে কিছু জানায়নি।
মেং হংওয়ের স্ত্রী ফরাসি পুলিশের কাছে তার স্বামী নিখোঁজ থাকার অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করে ফরাসি কর্তৃপক্ষ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

