১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ১৪ জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার দায়ে লক্ষ্মীপুরের রামগতিতে ১৪ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি মাছ ধরার নৌকা ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক এ দণ্ড দেন। এর আগে সকাল থেকে মেঘনা নদীর চর আবদুল্লাহ হুজুরের খাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. ইলিয়াস, সিরাজ, নোমান, নাজিম, লোকমান, ইউনুছ, মনির, আইয়ুব, নুরে আলম, মিজান, নেজামল হক, মিরাজ, রিয়াজ, শাহীন ও ইসমাইল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত: ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় সকল প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলেই জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৮ ৬:১৯ অপরাহ্ণ