নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দুই স্থানে পৃথক অভিযান চালিয়ে জাল নোট ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বংশাল থানা এলাকা থেকে রোববার রাতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের (পূর্ব) ডেমরা জোনাল টিম।
এরা হলেন- মো. লিটন (২৮), মো. মোস্তফা কামাল হিরা (২১) ও মো. চাঁন মিয়া (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। পলাতক অন্যান্য সহযোগীদের সহায়তায় দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
তিনি আরও জানান, এ ছাড়া রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. দুলাল হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের (উত্তর) একটি দল রোববার সন্ধ্যায় বাড্ডা লিংক রোড সংলগ্ন গোদারঘাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার দেহ তল্লাশি করে মোট ৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর