১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

দেশে ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশে ১৫-৬৫ বছর বয়সী নাগরিকদের ৪৫ শতাংশের হাতে উপযুক্ত ডিভাইস থাকলেও তাদের ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এ হার ১৯ এবং পাকিস্তানে ১৭ শতাংশ। চীন ও মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ২৬ ও ৩০ শতাংশ।

উন্নয়নশীল রাষ্ট্রে মোবাইল ফোন এবং ইন্টারনেটের প্রাপ্যতা ও ব্যবহার নিয়ে একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০১৭ সাল পর্যন্ত সংগ্রহ করা তথ্য নিয়ে ‘আফটার অ্যাকসেস: আইসিটি অ্যাকসেস অ্যান্ড ইউজ ইন এশিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি মঙ্গলবার ঢাকার একটি হোটেলে প্রকাশ করে তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণীমূলক শ্রীলংকার প্রতিষ্ঠান লার্ন এশিয়া।

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ