ক্রীড়া ডেস্ক:
ইনজুরির কারণে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষের হোম সিরিজে মাঠে নেই সাকিব আল হাসান। ফলে টেস্ট সিরিজে নেতৃত্ব কে দিচ্ছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।শোনা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে নেতৃত্ব দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এ বছর নিদাহাস ট্রফিতে ফাইনালের আগের চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। টি-২০ ফরম্যাটের ওই তিন জাতির সিরিজে তার বিচক্ষণ নেতৃত্বের কারণে অধিনায়কত্বের ক্ষেত্রে সাকিবের অভাব খুব একটা বোধ করতে হয়নি দলকে। নেতৃত্ব দিয়েছেন টেস্ট ক্রিকেটেও। তাই সাকিবের বদলে রিয়াদই থাকছেন বোর্ডের পছন্দের তালিকার প্রথমে।
তবে অন্য একটি সূত্র বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটা অংশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছেন মুশফিকুর রহমানকে। তিন ফরম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে মুশফিকের।
তবে দলকে কে নেতৃত্ব দিচ্ছেন এ নিয়ে সমস্যা দেখছে না বিসিবি।
৩ টি ওয়ানডে ও ২ টি টেস্ট খেলতে এ মাসে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এছাড়া নভেম্বরের ৩ তারিখে শুরু হবে প্রথম টেস্ট।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

