নিজস্ব প্রতিবেদক:
৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে, যা শেষ হবে আগামী ২৬ নভেম্বর। প্রতি কার্যদিবসে সকাল ১০ থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের সাক্ষাৎকারপত্রে উল্লিখিত কাগজপত্র ও সাক্ষাৎকারপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে পিএসসি কার্যালয়ে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার পরীক্ষা আর নেওয়া হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দেবেন।
গত ৩ আগস্ট রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ পরিক্ষার্থী অংশ নেন। পিএসসি সূত্র জানায়, এই বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। তবে এ সংখ্যা বাড়তে পারে।