১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

শাহজালালে ৪৩০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

অপরাধ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদ থেকে আসা ফ্লাইট থেকে সোমবার (১ অক্টোবর) রাতে সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লাখ টাকার বেশি। জব্দ সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ