আন্তর্জাতিক ডেস্ক:
সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ক্যাপ্টের ইয়া ব্রিমা বলেন, ব্যারাক থেকে খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিল। পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে পড়ে।
এ দুর্ঘটনাকে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

