১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর সোনাগাজীতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমরপুর বড়বাড়ীর সামনে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নুরুল আলম (২৫) নামে এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকেলে গ্রামীণ ব্যাংকের বক্তারমুন্সি শাখার মাঠকর্মী নুরুল গণি (৩৫) কিস্তির টাকা নিয়ে অফিসে ফিরছিলেন। মঙ্গলকান্দি ইউনিয়নের সমরপুর বড়বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে সঙ্গে থাকা ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুরুল আলম রাসেল (২৫) নামে একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। তবে টাকা নিয়ে বাকিরা পালিয়ে যায়। আটক রাসেল উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সোনাগাজী থানার পরিদর্শক মো. হুমায়ুন কবীর একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকিদের আটকের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৩:৫৫ অপরাহ্ণ