২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২২

দ্রুত বিচার আইনে সাজা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:
দ্রুত বিচার আইনে সাজার মেয়াদ দুই বছর বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সংসদে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘দ্রুত বিচার আইনের ৪(১) ধারা সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।’ ওই ধারায় এতদিন সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান ছিল।
সংশোধিত আইনের খসড়ায় সাজার মেয়াদ বাড়িয়ে সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ড করা হয়। একইসঙ্গে অর্থদণ্ডেরও বিধান রাখা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ