১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৫

বন্ধুর মাথা কেটে থানায় হাজির যুবক!

আন্তর্জাতিক ডেস্ক:
মায়ের শ্লীলতাহানি করার অভিযোগে বন্ধুর গলা কেটে হত্যা করেছে এক যুবক। এর পর কাটা মাথা হাতে নিয়ে থানায় উপস্থিত হন তিনি। ভারতে কর্নাটকের মান্ড জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘাতক ব্যক্তির নাম পশুপতি। বন্ধু গিরিশ তার মায়ের শ্লীলতাহানি করেছে এমন খবর পেয়ে রেগে ফেটে পড়েন তিনি।

পুলিশ জানিয়েছে, ক্রোধের বশেই ধারালো অস্ত্র দিয়ে বন্ধুর মাথা এক কোপে শরীর থেকে আলাদা করেন পশুপতি। পরে সেই মাথা নিয়ে থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। কর্নাটকে এই নিয়ে তিনবার এমন ঘটনা ঘটল।

এর আগে গত মাসে শ্রীনিবাসপুরে আজিজ খান নামে এক ব্যক্তিও এক নারীর মাথা নিয়ে থানায় হাজির হন। যা দেখে ঘাবড়ে যান পুলিশ কর্মীরা। পরে জানা যায়, ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিল হত্যাকারীর।

এ ছাড়া চিকম্যাঙ্গালুরু পুলিশ স্টেশনেও এক নারীর কাটা মাথা নিয়ে হাজির হয়েছিলেন সতীশ নামে এক ব্যক্তি। বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে এমন মর্মান্তিকভাবে হত্যা করেন তিনি। এমনকি স্ত্রীর মাথা বস্তায় পুরে ২০ কিলোমিটার বাইকে চড়ে থানায় উপস্থিত হয়েছিলেন তিনি। পুলিশের কাছে সতীশ বলেন, ‘সরি স্যার, স্ত্রীর প্রেমিককে মারতে পারলাম না!’

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ৩:৫৬ অপরাহ্ণ