১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০২
‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির পোস্টার

একটা দৃশ্যের মূল্য ৫৪ কোটি!

বিনোদন ডেস্ক:
ছবির দুনিয়ায় নতুন নতুন ঘটনা ঘটতেই থাকে। আর তা নিয়ে তৈরি হয় নতুন নতুন খবর। এবার যে খবরটি জানা গেছে, তা সত্যি অবাক করার মতো। ভারতের দক্ষিণের ছবির সুপারস্টার চিরঞ্জীবীর ছবি মানেই জোরদার অ্যাকশন। আবার তাঁকে নতুন এক অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে। ছবির নাম ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’। ছবির বাজেট এখন চর্চার বিষয়। আর চিরঞ্জীবীর এই ছবির বাজেট সত্যি অবাক করার মতো। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা আছে। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি হিট করানো জন্য রামচরণ জলের মতো অর্থ ব্যয় করছেন। ছবির বাজেট ২০০ কোটি রুপি। এ তো গেল পুরো বাজেটের কথা, এবার ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির একটা দৃশ্যের জন্য কত খরচ হয়েছে, জানতে চান? এই ছবির চার মিনিটের একটা দৃশ্যের জন্য ৫৪ কোটি রুপি খরচ হয়েছে। অত্যন্ত দামি এই দৃশ্য একটি যুদ্ধের।

জানা গেছে, ছবির ক্লাইমেক্সে দৃশ্যটি দেখানো হবে। দৃশ্যটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তাই খরচ গিয়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি রুপিতে। চিরঞ্জীবীর এই ছবির শুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়াতে গেছে। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির জন্য হাজার হাজার কস্টিউম নিয়ে যাওয়া হয়েছে। এই ছবির জন্য স্থানীয় ৬০০ জন শিল্পীকে নেওয়া হয়েছে।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ