১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

চেক প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের (বিএইচ হারুন) বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে ঢাকার সিএমএম আদালত। আজ সোমবার বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন। আগামী ২৩ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়া আদেশ দেয়া হয়।জেপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের দায়েরকৃত এ সংক্রান্ত একটি প্রতারণার মামলায় আদালত এ সমন জারি করে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে সংসদ সদস্য বজলুল হক হারুন বিভিন্ন সময় পাঁচ কোটি টাকা ধার নেন। পরবর্তীতে এমপি হারুন সে টাকা ফেরত দেয়ার জন্য খলিলকে ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার চেক দেন। সেই চেকের টাকা উত্তোলনের জন্য খলিল ব্যাংকে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চেক ফেরত দেয়া হয়। পরবর্তীতে খলিল আইনজীবীর মাধ্যমে টাকা পরিশোধের জন্য এমপি হারুনকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের পরও তার পাওনা টাকা না পরিশোধ না করায় ২০১৬ সালের ২২ আগস্ট খলিলুর রহমান খলিল বাদী হয়ে এমপি হারুনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ