১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

সময়ের প্রশ্ন: সরকার চালায় কে

মহিউদ্দিন খান মোহন
বছর খানেক আগের ঘটনা। মিরপুর থেকে মতিঝিল আসছিলাম নিউ ভিশন মিনিবাসে। ওটা আবার সিটিং সার্ভিস। বাসটি রমনা পার্কের রেস্তোঁরা গেইটের কাছাকাছি আসতেই সেটাকে থামানোর জন্য ইশারা করলো দুই পুলিশ সদস্য। হেলপার সাড়া দিল না। বাসটি এসে থামলো মৎস্যভবন সিগন্যালে। দুই পুলিশ হন্তদন্ত হয়ে এসে হেল্পারকে ধাক্কা মেরে উঠে পড়ল গাড়িতে। তারপর একজন বলল, ‘তোর এতবড় সাহস! গাড়ি থামালি না। দেশ চালাই আমরা, আর আমাগো কথা গায়ে লাগেনা, নাকি?’ উদ্ধত পুলিশদ্বয়কে দু’জন ভদ্রলোক শান্ত করলেন।  বুঝিয়ে বললেন যে, এটা সিটিং সার্ভিস, এ গাড়িতে যেখান সেখান থেকে যাত্রী তোলা নিষেধ। পুলিশদ্বয়ের একজনের ঝাঁঝালো উত্তর-‘ আমরা কি সাধারণ যাত্রী? আমরা সবটাতেই উঠতে পারি।’ ইচ্ছে হচ্ছিল বলি- না, আপনারা সাধারণ যাত্রী হতে যাবেন কেন, আপনারা তো অসাধারণ! কিন্তু ‘বাঘে ছু’লে আঠারো ঘা, আর পুলিশে ছু’লে ছত্রিশ ঘা’  প্রবাদটি স্মরণে থাকায় চুপচাপ দর্শকের ভূমিকা পালন করলাম।
অনেকদিন পর ঘটনাটি মনে পড়লো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য পত্রিকায় পাঠ করে। তিনি প্রশ্ন করেছেন- ‘সরকার আসলে চালাচ্ছে কে? রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের লোকেরা, নাকি গোয়েন্দা বাহিনীর লোকেরা?’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অফিসে পুলিশি তল্লাশির প্রতিবাদে গত ২৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সভায় বক্তৃতা করতে গিয়ে এ প্রশ্ন করেন তিনি। মির্জা আলমগীরের মন্তব্য বা প্রশ্নকে অবান্তর কিংবা অসঙ্গত বলা যাবেনা। কেননা, বেগম খালেদা জিয়ার অফিসে পুলিশি তল্লাশি যেভাবে চালানো হয়েছে, তারপর সে সম্পর্কে পুলিশ কর্মকর্তা এবং মন্ত্রীরা যেসব কথা বলেছেন তাতে এ প্রশ্ন উঠতেই পারে।
বেগম খালেদা জিয়া কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি দেশের  দুই বৃহৎ দলের একটির প্রধান। তাছাড়া তিনি এ দেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দুই মেয়াদে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। ফলে তার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশি চালানোর ঘটনাকে হালকাভাবে নেয়ার সুযোগ আছে বলে মনে হয় না। বলা বাহুল্য যে, উক্ত তল্লাশির ঘটনা সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে এবং জনমনে প্রচ- ক্ষোভের জন্ম দিয়েছে। তারা ঘটনাটিকে ভালোভাবে নেয়নি। এ বিষয়ে বিশিষ্টজনদের যেসব অভিমত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে,তা থেকে এ ঘটনায় সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়টি অনুমান করা যায়। তো এমন একজন শীর্ষ রাজনৈতিক নেতার অফিসে হঠাৎ পুলিশি তল্লাশির নেপথ্য কারণ জানতে দেশবাসীর কৌতুহলী হয়ে ওঠা স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, এ সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায় নি। কার নির্দেশে ওই তল্লাশি চালানো হয়েছিল  তাও পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। তবে, অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের অবশ্য বলেছেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই অভিযান চালানো হয়েছিল। কিন্তু কি সে গোয়েন্দা তথ্য সে সম্পর্কে সরকার কিছুই বলেনি। আর সেজন্যই ব্যাপক তল্লাশি চালিয়ে পুলিশের ‘রিক্তহস্তে’ ফিরে যাওয়া অপারেশনটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। অনেকেই বিশ্বাস করেন যে, ওটা ছিল একটি সাজানো নাটক, যার অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল নতুন কোনো ‘ষড়যন্ত্রে’র নীল নকশার উদঘাটন।
এদিকে জনৈক মন্ত্রী বলেছেন তল্লাশির ঘটনাটি সরকারের উপর মহলের জ্ঞাতসারে হয়নি। এ বক্তব্য কারো কাছেই গহণযোগ্য হয়নি। কেননা, বেগম খালেদা জিয়ার মতো একজন শীর্ষ নেতার অফিসে পুলিশি তল্লাশি চালানোর গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নি¤œ পর্যায়ের কর্মকর্তারা নিয়েছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। যদিও  পুলিশ বলেছে একটি বেনামী অভিযোগের ভিত্তিতে তারা আদালতের ওয়ারেন্ট নিয়েই অভিযান চালিয়েছিল। কিন্তু একটি উড়ো চিঠিকে আমলে নিয়ে এ ধরনের অভিযান চালানো কতোটা আইনসিদ্ধ সে প্রশ্নও এড়িয়ে যাওয়া যাবে না।
এটা এখন স্পষ্ট যে, ওই ঘটনার দায় সরকার এড়াতে চাচ্ছে। আর সেজন্যই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ‘গোয়েন্দা তথ্যের  ঢাল’ ব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু তাতে সরকার তার দায় এড়াতে পারবে বলে মনে হয় না। হয় সরকারকে বলতে হবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক পুলিশ কাজ করেছে, আর তা নাহলে অতিউৎসাহী হয়ে যেসব পুলিশ কর্মকর্তা এ ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু বাস্তবতা এই যে, সরকার দু’টির একটিও করবে না। প্রথমটি করবেনা রাজনৈতিক হয়রানির অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে। আর দ্বিতীয়টি করবেনা তাদের পুলিশ নির্ভরতার কারণে। আর এ কারণেই সেই পুলিশ দু’জন মিনিবাসে উঠে বলতে পেরেছিল ‘দেশ চালাই আমরা’।
শুধুমাত্র বিএনপি চেয়ারপার্সনের অফিসে তল্লাশির ঘটনায়ই নয়, আরো অনেক ঘটানাদৃষ্টে মনে হচ্ছে সরকারের ভিতরে আরেকটি সরকার রয়েছে। সুপ্রিম কোর্ট অঙ্গনে গ্রীক দেবী থেমিসের মূর্তি স্থাপন, অপসারণ এবং পুন:স্থাপনের ঘটনা তার জাজ্বল্যমান উদাহরণ। অনেক প্রতিবাদ- বিক্ষোভের পর মূর্তিটিকে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে অপসারণ করা হলো। তা নিয়ে কয়েকটি ক্ষুদ্র সংগঠন প্রতিবাদ জানালো। তাদের প্রতিবাদের প্রতি ‘সম্মান প্রদর্শন’ করে দু’দিনের মাথায় সেটাকে আবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়েছে। যতদূর জানা গেছে, প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং নির্দেশেই ওই মূর্তি অপসারণ করা হয়েছিল। কেননা, তিনি ইতোপূর্বে ওই মূর্তির বিষয়ে উষ্মা প্রকাশ করে বাংলাদেশের বিচারালয়ের আঙ্গিনায় ওটার আবশ্যকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে পুনরায় ওটাকে কার ইচ্ছা এবং নির্দেশে পুন:স্থাপন করা হলো ? এ প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তাহলে কি এ ক্ষেত্রে ‘ সর্প হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়’ নীতি অবলম্বন করা হয়েছে?  প্রধানমন্ত্রীর নির্দেশে অপসারিত মূর্তি কার বা কাদের নির্দেশে পুন:স্থাপন করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রধানমন্ত্রীর ভাবমর্যাদা রক্ষার জন্যই এ পদক্ষেপ নেয়া জরুরি। আর তা নাহলে প্রশ্নটা জনমনে ঘুরপাক খেতেই থাকবে- কে এমন শক্তিধর ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার ক্ষমতা রাখেন? আর তখনই অবধারিতভাবে প্রশ্নটি এসে যাবে, সরকারের ভেতরে কি তাহলে আরেকটি সরকার আছে?
লক্ষ্য করা যাচ্ছে, মেয়াদের সাড়ে তিন বছরের মাথায় এসে সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা-সমন্বয়হীনতা ক্রমশ: যেন বাড়ছে। চারদিকে কেমন যেন এলোমেলো অবস্থা। পত্র-পত্রিকায় সেসব খবর প্রতিনিয়তই উঠে আসছে। সারা দেশে দলীয় নেতাকর্মীদের কোন্দল, সংঘাত-সংঘর্ষ, হানাহানি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। নেতাকর্মীদের শান্ত ও ঐক্যবদ্ধ রাখতে সাধারণ সম্পাদকের অবিরত কঠোর বক্তৃতা, নির্বাচনে পরাজিত হলে ভয়ঙ্কর পরিনতির কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয়া ইত্যাদি ক্ষমতাসীন দলটির অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা বিরাজ করারই ইঙ্গিত দেয়। রাজনৈতিক অভিজ্ঞমহল এটাকে অজানা আশঙ্কায় ‘থড়হরি কম্প’ অবস্থা হিসেবে অভিহিত করছেন। কেউ কেউ বলছেন যে, আওয়ামী লীগ তাদের গত নয় বছরের আমলনামা পাঠ করে এখন শঙ্কিত।  নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণ কী রায় দেবে সেটা ভেবে তারা এখন অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত। কারণ, শাসনামলে এমন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে, তাতে ভোট ব্যাংকে নাড়া পড়েছে। জাতীয় পর্যায়ে দৃশ্যমান অনেক উন্নয়ন অগ্রগতি হলেও তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কীর্তিকলাপ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফলে ব্যালটে সীল মারার সময় ভোটারগণ দ্বিতীয়বার চিন্তা করতে পারেন, এমন আশঙ্কা ক্ষমতাসীন মহল যে করছে তা এখন স্পষ্ট।
অন্যদিকে প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর ‘মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ’ অবস্থা সৃষ্টি করেছে নতুন সমস্যা। এরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চেয়েও বেশি আওয়ামী লীগার। জনপ্রশাসন হোক বা পুলিশ প্রশাসন , সবখানেই এ অতি আওয়ামী লীগারদের উপস্থিতি দৃশ্যমান। এরা সরকারি কর্মকর্তার চেয়ে আওয়ামী লীগ সমর্থক, পরিচয় দিতে বেশি আগ্রহী। এরা ধরে আসতে বললে বেঁধে আনে, আর বেঁধে আনতে বললে মারতে মারতে আনে। এদের কারণে গত কয়েক বছরে যেসব ঘটনা ঘটেছে তাতে সরকারকে বার বার পড়তে হয়েছে বিব্রতকর অবস্থায়।
‘আমের চেয়ে আঁটি বড়’ বলে একটি প্রবাদ আছে আমাদের দেশে। বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের কায়কারবার দেখে সে প্রবাদকেই মনে পড়ছে বার বার। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা ক্ষমতাসীন সরকারের নির্দেশ অনুযায়ি কাজ করবে এটা স্বীকৃত বিধি। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসূচী সফল করার ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ভূমিকা ও গুরুত্বপূর্ণ। তাই বলে তারা রাজনৈতিক কর্মীর ন্যায় কাজ করবে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু বর্তমানে সেটাই হচ্ছে। এজন্যই দেশের বিভিন্নস্থানে ঘটছে ন্যাক্কারজনক ঘটনাবলী। ইয়াবা ব্যবসার জন্য কুপরিচিত একজন এমপি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হবার পরও যখন সরকার প্রধানের মঞ্চে আসন পায়, তখন তো প্রশ্ন উঠেতেই পারে এর নেপথে কে বা কারা? কারণ প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি তার সঙ্গে ঘুরে বেড়াবে বা  মঞ্চে উঠবে এটা বিশ্বাস করা জনগণের জন্য কঠিন। অথচ ঘটেছে সেটাই।
আসলে একটি রাজনৈতিক সরকার যখন নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলে তখনই তারা অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে প্রশাসনের ওপর। প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতির মাঠ দখলে রাখতে চায় বিরোধী দলকে দমনের মাধ্যমে। আর সরকারের সে দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসনের অভ্যন্তরের কিছু সংখ্যক ব্যক্তি নিজেদেরকে করে তোলে অপরিহার্য এবং তৈরি করে আরেকটি সরকার। তারা এমন সব কাজ করে যেগুলোর ফলাফল সরকারের বিপক্ষে যায়। কিন্তু নিজেদের দুর্বলতার কারণে সরকার ওইসব কর্মকর্তার বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না। এভাবে সরকার হয়ে পড়ে প্রশাসন নির্ভর, পরিণত হয় স্বৈরাচারে। গণতন্ত্র হয়ে পড়ে অর্থহীন অর্থাৎ রাষ্ট্র হয়ে পড়ে গণতন্ত্রহীন। বলাটা অসঙ্গত নয় যে, বাংলাদেশে বর্তমানে সে অবস্থাই বিরাজ করছে।
লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

Mohon91@yahoo.com

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ