১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

৬৪ জেলাতেই পাওয়া যাবে ‘ইজিয়ার’ বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
অ্যাপভিত্তিক মোটরসাইকেল শেয়ারিং সেবাদাতা ‘ইজিয়ার’ সারা দেশেই তাদের সেবার পরিধি বিস্তৃত করছে। সে লক্ষ্যে আন্তঃনগর যাত্রা শুরু করল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’।

এখন পর্যন্ত সব রাইড শেয়ারিং সেবাগুলো শুধুমাত্র বিভাগীয় শহরে পরিচালিত হলেও ইজিয়ার দেশের ৬৪ জেলায় একযোগে তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ছাড়াও সিটি টু সিটি ভ্রমণের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার সার্ভিস দিচ্ছে ইজিয়ার। এমনকি চাইলে ভ্রমণের আগেই ইজিয়ারের মাধ্যমে রাইড বা বাহন বুকিং দিয়ে রাখা যাবে।

ইজিয়ার টেকনোলজিস লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, খুব শিগগির ইজিয়ার তার ব্যবহারকারী ও রাইডারদের জন্য আরও কিছু নতুন চমক উপস্থাপন করতে যাচ্ছে, যা ইজিয়ারের ব্যবহারকারীদের আরো বেশি এই অ্যাপভিত্তিক সেবা গ্রহণে উৎসাহিত করবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ