১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় চালককে হত্যার পর ভটভটি ছিনিয়ে নেয়ার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার থেকে সাইফুল ও বাবু যাত্রী সেজে নাটোর শহরে যাওয়ার কথা বলে ভটভটি ভাড়া করে। পরে চালক আবুল কালাম মৃধাকে হত্যার পর মরদেহ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়পাকিয়া গ্রামের একটি ভুট্টাখেতে ফেলে ভটভটি নিয়ে পালিয়ে যায় তারা।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ