১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহার হতে পারে: বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরো বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আলোচনাকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে, যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক, রাজনৈতিক অধিকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়I

উল্লেখ্য, সাইবার তথা ডিজিটাল অপরাধের কবল থেকে রাষ্ট্র এবং জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় বিধান করে ১৯ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিলটি পাসের প্রস্তাব করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ