১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ প্রায় শেষ : সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ প্রায় শেষ। আজ শনিবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে এমন মন্তব্য করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেম। খবর আল-জাজিরার।

এছাড়া তিনি সিরিয়ায় ৭ বছর ধরে চলা গৃহযুদ্ধের জন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলোর হস্তক্ষেপের জন্য কড়া সমালোচনা করেন।

জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, ৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে অসংখ্য বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। এটাকে তিনি ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেন।

এছাড়াও তিনি সিরিয়ায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সিরিয়ার সকল ধরনের রাসায়নিক অস্ত্রের কার্যক্রম এখন থেকে বন্ধ।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ