২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৮

আর ভাঙবে না ফোনের স্ক্রিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

হাত থেকে পড়ে শখের স্মার্টফোনটির স্ক্রিন ভেঙে যাওয়ার মতো ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। অনেক সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে সাধের ফোনটার জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।

তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সুসংবাদ রয়েছে। বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষকদের একটি আন্তর্জাতিক দল সম্প্রতি এমনই এক নতুন পদার্থ তৈরি করেছেন, যা স্মার্টফোনের স্ক্রিনে ব্যবহার করলে তা পড়লেও ভাঙবে না। নতুন এই পদার্থটিকে তারা বলছেন “মিরাকল ম্যাটেরিয়াল।”

সাধারণভাবে স্মার্টফোনের স্ক্রিনে ব্যবহার করা হয় সিলিকন। আর এই নতুন মিরাকল ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে সি৬০ অণু দিয়ে, যা অর্ধ পরিবাহী পদার্থ। এর সঙ্গে রয়েছে গ্রাফিন এবং হেক্সাগোনাল বোরন নাইট্রাইটের আস্তরণ। হেক্সাগোনাল বোরন নাইট্রাইট মিরাকল ম্যাটেরিয়ালের স্থায়িত্ব নিশ্চিত করে, আর সি৬০ সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তরিত করতে পারে।

গুরুত্বপূর্ণ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ড. এল্টন স্যান্টোস। মিরাকল ম্যাটেরিয়ালের ভাবনাটা প্রথম তার মাথাতেই আসে এবং পরবর্তীতে তিনি আন্তর্জাতিক একটি গবেষক দল নিয়ে এ বিষয়ে গবেষণা শুরু করেন। তিনি বলেন, আমাদের গবেষণা থেকে দেখা যাচ্ছে যে মিরাকল ম্যাটেরিয়ালের রাসায়নিক ও অন্যান্য বৈশিষ্ট্য অনেকটা সিলিকনের মতোই, তবে এই পদার্থটির স্থায়িত্ব এবং নমনীয়তা বেশি, আর এটি অনেক হালকা।

এছাড়াও মিরাকল ম্যাটেরিয়াল ব্যবহার করলে বিদ্যুৎ অপচয় কমবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, কেননা এটি স্মার্টফোন বা অন্য যেকোনো ডিভাইসের ব্যাটারি লাইফ বৃদ্ধি করবে অনেকাংশেই। ইলেকট্রিক শকের ঝুঁকিও কমাবে এই পদার্থটি।

তবে মিরাকল ম্যাটেরিয়াল এখনই কোনো ডিভাইসে ব্যবহার করা সম্ভব হচ্ছে না, কেননা এতে ব্যান্ড গ্যাপ নেই, যার দ্বারা ইলেক্ট্রনিক ডিভাইসগুলো বন্ধ করা এবং খোলার কাজ নিয়ন্ত্রণ করা হয়। তবে বিজ্ঞানীরা এটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ট্রানজিশন মেটাল ডাইক্যালকোগোনাইটস ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যাবে বলে আশা করছেন তারা। আর সেটা সম্ভব হলেই শুরু হবে স্মার্টফোনের নতুন এক অধ্যায়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৫, ২০১৭ ২:২৪ অপরাহ্ণ