১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:০৭

রাজধানীতে বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বাসচাপায় নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন একাত্তরের এক কর্মকর্তা। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল।

টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন(৪০) টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও তার সহকর্মীরা জানিয়েছে, তিনি শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেইট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

কাফরুল থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী আনোয়াকে চাপা দিয়েছিল।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১টার দিকে আনোয়ারের মৃত্যু হয় বলে একাত্তর টিভির সাংবাদিক আরিফিন শাকিল জানিয়েছেন।

এসআই আজাদ জানিয়েছেন, পুলিশ বাসটি আটক এবং চালককে গ্রেপ্তার করেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ২:৩৭ অপরাহ্ণ