১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির সেনাবাহিনী ‘আরো বেশি আক্রমণাত্মক’ হয়ে পড়েছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) প্রধান জেনারেল কেকে শর্মা এ কথা বলেছেন।

সম্প্রতি পাকিস্তানি বাহিনীর হাতে বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং নিহত হন। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুক্রবার তিনি ওই কথা বলেছেন।

জেনারেল কেকে শর্মা বলেন, সম্প্রতি আমরা আন্তর্জাতিক সীমান্তে ‘ব্যাট (বিএটি) অ্যাকশন’ দেখতে পাচ্ছি, যা এর আগে কখনো ঘটেনি। এ অস্ত্রের ব্যবহার সাধারণত ‘লাইন অব কন্ট্রোল’-এ হয়ে থাকে। পাকিস্তান থেকে আমরা বেশি মারমুখী মনোভাব লক্ষ্য করছি।

বিএসএফ প্রধান বলেন, আমরা যখনই তাদের সঙ্গে এ ধরনের কোনো কিছু করতে যাই, আকাশে ফাঁকা গুলি ছোড়ে পাকিস্তান।

ভারতে সন্ত্রাসীদের ঠেলে দেয়া পাকিস্তানের নীতি বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ২:২৬ অপরাহ্ণ