১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

সমাবেশের অনুমতি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার জন্য বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।”

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি, চিৎকার-চেঁচামেচি করবেন না, ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন। অহেতুক এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পুলিশ প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরো বলেন, “গতকাল টক শোতে দেখলাম তারা বলছে, পুলিশের কেন অনুমতি নিতে হবে। শোনেন, পুলিশের অনুমতি একটা নিয়ম, সরকারি দলকেও অনুমতি নিতে হয়।”

কাদের বলেন, “প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। প্রয়োজন হলে মুক্তমঞ্চ করে দেব, দরকার হলে মাইক ফিট করে দেব।“ ।

সেই সঙ্গে বিএনপিকে ‘নাটক’ না করতে সতর্ক করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, তারপরও সমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, ‘সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে’। অনুমতি পেয়ে যাবেন, তবে এ নিয়ে যেন কোনো নাটক না হয়।”

এর আগে পুলিশের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, রবিবারের অনুমতি দেওয়া হলেও তাদের আপত্তি নেই।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১:২৫ অপরাহ্ণ