২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গতকাল শুক্রবার গুলি চালায় সেনারা। এতে আহত হয়েছে আরও ৫০৬ জন ফিলিস্তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার।

গতকাল ২৭তম শুক্রবারে বিক্ষোভ চলাকালীন গাজার মধ্যাঞ্চলীয় জেলা আল-বুরেইজ-এ ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে মোহাম্মদ নায়েফ আল হায়ুম নামে ১৪ বছরের এক কিশোর নিহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানিয়েছে, ইসরায়েলি স্নাইপারের গুলিতে ওই কিশোর নিহত হন। একই সময় ইয়াদ খলিল আল সায়ির নামে ১৮ বছরের এক তরুণ নিহত হয়।

এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ মারা যায় ১২ বছর বয়সী নাসের মুসাবিহ। এদিন একই এলাকায় নিহত হয় মোহাম্মদ আলী মোহাম্মদ আনসাসি নামে ১৮ বছরের তরুণ।

এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অপর দুই ফিলিস্তিনির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণা এবং এর পর বিক্ষোভে ব্যাপক প্রাণহানির জেরে চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে গ্রেট মার্চ অব রিটার্ন নামে এই কর্মসূচি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ