১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

বিয়ের দিনক্ষণ পাকা করলেন রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক:
কারিনা, দীপিকা অবশেষে আলিয়াতে মগ্ন বলিউড লাভার বয় রণবীর কাপুর।

মহেশ ভাট কন্যা আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম রসায়ন এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির মূল গুঞ্জনে পরিণত।

শুক্রবার রণবীরের শুভ জন্মদিনে নিজে পরিবারের সঙ্গে আলিয়াকেও দেখা গেছে।

রণবীরের জন্মদিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা অভিনেত্রী নীতু সিং। ছবিতে রয়েছেন রণবীর, নীতু, আলিয়া এবং তার মা সোনি রাজদান।

সেখানে নীল পোশাকে হাসিমুখে উপস্থিত হয়েছেন আলিয়া ভাট।

এদিকে রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে বলতে আলিয়া লজ্জা পেলেও প্রিয়তমর জন্মদিন উপলক্ষে বিশেষ ছবি পোস্ট করতে কিন্তু ভোলেননি আলিয়া।

ছবিটি আলিয়া নিজের টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থ ডে মাই সানসাইন।

আর আলিয়ার এই ক্যাপশনের লাভ রিয়েক্ট ও ফুলের চিহ্ন দিয়েছেন রণবীরের মা নীতু সিং।

রণবীর-আলিয়ার সম্পর্কে দুই পরিবারেরই পূর্ণ সম্মতি রয়েছে নেটিজেনরা সেটাই ভাবছেন।

অনেকেই আরেকটু বাড়িয়ে যেটা ভাবছেন তাহল, রণবীরের জন্মদিন পার্টিতে তাদের বিয়ের কথা হয়ত পাকাপাকিও করে ফেলেছেন দুই পরিবার।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ