১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

টাঙ্গাইলে শপিং মলে ভয়াবহ আগুন

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সাত্তার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলার এ শপিং মলটিতে আগুনের সূত্রপাত হয়।

টাঙ্গাইল ও বাসাইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল সাত্তার শপিংমলের ম্যানেজার শাহিন মিয়া জানান, সকালে সাড়ে ৮টার দিকে বাণিজ্যিক এ প্রতিষ্ঠানে আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে আগুন নিয়ন্ত্রণে আনতে টাঙ্গাইল ও বাসাইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট এসে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। এ সময় শপিংমলের কার্যক্রম শুরু না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ