তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ফেসবুকে পাঁচ কোটি ব্যবহারকারীর নিরাপত্তায় ত্রুটি ধরা পড়েছে। হ্যাকাররা এসব ব্যবহারকারীর ত্রুটি দেখে যা পরে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তবে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ফেসবুকের ’ভিউ অ্যাজ’ ফিচারের মাধ্যমে হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
গত মঙ্গলবার ফেসবুক বিষয়টি টের পায় এবং সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানায়। যেসব অ্যাকাউন্ট নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সেসব অ্যাকাউন্টধারীকে শুক্রবার পুনরায় লগ ইন করতে বলেছে ফেসবুক।
ফেসবুক প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট গে রোজেন বলেন, ত্রুটি সংশোধন করে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো পুনরায় সেট করা হয়েছে। এছাড়া আরও ৪ কোটি অ্যাকাউন্টকে সাবধান করা হয়েছে।
ফেসবুকের নিরাপত্তা প্রধান গেই রোসেন জানিয়েছেন, ওইসব ত্রুটি তারা ঠিক করেছেন। অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার আশংকার পর অ্যাকাউন্ট সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিস্তারিত জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।-রয়টার্স ও বিবিসি।
পাঁচ কোটি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার এ খবর প্রকাশিত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের মাঝে। অনেকেই এ নিয়ে স্ট্যাটাস দেন। এ ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও ৷ হু হু করে নামতে শুরু করে ফেসবুকের শেয়ারের দাম।