আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ জন মারা গেছে। তবে বিষয়টি সরকারি অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার একটু আগে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পারু নাগরোহো জানিয়েছেন, সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। উদ্ধারকারী দল ওই সব এলাকায় যাওয়ার চেষ্টা করছে।
শুক্রবার নাগরোহো জানিয়েছিলেন, দুর্যোগপ্রবণ এলাকায় হেলিকপ্টার ও উড়োজাহাজ পাঠানো হবে। তিনি বলেন, ‘পরিস্থিতি এখনো বিশৃঙ্খল। মানুষজন রাস্তায় দৌঁড়াদৌঁড়ি করছে। ভবন ধসে পড়েছে এবং নৌযান সাগরে ভেসে গেছে।’
এদিকে ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়। এর পরেই সুনামি আছড়ে পড়ে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

