২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৪

ঢাকা দখল করতে এলে বিএনপিকে অচল করে দেব: কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেছেন, জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে যারা ঢাকা দখলের হুমকি দিচ্ছেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদেরই অচল করে দেবে।

শুক্রবার রাজধানীর মতিঝিলের আরামবাগ বাফুফে মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, আগামী বছর থেকে শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের দল দখল-পাল্টা দখলে নেই। কিন্তু যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, তারা আন্দোলন করে ঢাকা অচল করে দেবেন আর আওয়ামী লীগ ঘরে বসে বসে ডুগডুগি বাজাবে— তা হবে না।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তি ও তাদের সাম্প্রদায়িক দোসরদের টার্গেট এখন আওয়ামী লীগ নয়। তাদের টার্গেট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে হটাতে চায়। তাদের হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেন ভুলে না যায়, ‘৭৫-এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট আর ২০১৮ সাল এক নয়।’

ওবায়দুল কাদের বলেন, বাংলার ১৬ কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। তার কিছু হলে সারাদেশে ঘরে-ঘরে আগুন জ্বলবে। সেই আগুনে ষড়যন্ত্রকারীরা পুড়ে ছারখার হয়ে যাবে।

যুবলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারাই আন্দোলনের নামে নৈরাজ্য ও সন্ত্রাস করার চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন। এই দিনটিকে যুবলীগ জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের দাবি করে আসছে। দলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, আগামী বছর থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করা হবে।”

জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে দুই লাখ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, রেজাউল করিম রেজা, মমিনুল হক সাঈদ প্রমুখ।

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ