১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৩

মেহেরপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে গাছের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চালক সুমন মৃধা (৪৪) নিহত হয়েছেন।

শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালকের সহকারী শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন।

নিহত ট্রাক চালক সুমন মৃধার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামে।

বাড়াদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে পৌঁছলে একটি গাছের সাথে ধাক্কা লাগে ট্রাকটির। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সুমন মৃধার মৃত্যু হয়।

গুরুতর আহত শামীমকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের সহকারি শামীম ট্রাকটি চালাচ্ছিলো বলে ধারণা পুলিশের।

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৮ ৪:১৪ অপরাহ্ণ