১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহী প্রতিবেদক:

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসিবুল হোসেন ঘোষ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে নগরীর কর্ণহার এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, হাসিবুল হোসেন ঘোষ রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১ টার দিকে নগরীর কর্ণহার থানার পাকুড়া আফিনেপাল পাড়ার একটি আমবাগানে কয়েকজনের উপস্থিতি দেখে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। র‌্যাবকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আত্মসমপর্ণের অনুরোধ করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ণ