রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি কাউখালি উপজেলা সদরের অজম মার্কেটে আগুন লেগে প্রায় ২৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজম মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয় জনসাধারণ, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিদারুল আলম জানান, রাঙ্গামাটির দুইটি ইউনিট এবং রাউজানের একটি ইউনিট মোট তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা তিনি।