১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

ভারতকে ২৫৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক:

মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত শতরান, নবির ৬৪। দুই আফগান ব্যাটসম্যানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে আফগানিস্তান। সুপার ফোর পর্বের দুই ম্যাচ হেরে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল রশিদরা।

আজ ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় বোলারদের সব হিসেব নিকেশ পাল্টে দেন আফগান ব্যাটসম্যানরা। ম্যাচ জিততে ভারতের টার্গেট ২৫৩।

ওপেনিংয়ে নেমে ১১৬ বলে ১২৪ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ভারতের বিরুদ্ধে শতরান ইনিংসের পর তাকে আফগান হিটম্যান বলা হচ্ছে। শাহজাদ ইনিংস সাজিয়েছেন ১১টি চার ও ৭টি ছয় দিয়ে। আফগান ব্যাটসম্যানের ক্যারিয়ারে এটি পঞ্চম শতরান হলেও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে তার প্রথম শতরান।

ভারতের হয়ে ৪৬ রানে ৩ উইকেট শিকার করেন রবিন্দ্র জাদেজা। ৩৮ রানে ২ উইকেট নেন কুলদীপ যাদব।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১০:৫০ অপরাহ্ণ