১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

চট্টগ্রাম রেলে যুক্ত হচ্ছে ১২২ নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরে অতিরিক্ত যাত্রী পরিবহনে চট্টগ্রামের রেলওয়ে যুক্ত হচ্ছে ১২২টি নতুন কোচ। পুরাতন ও ওয়ার্কশপে মেরামত করা এ সব কোচ আগামী ২২ জুনের মধ্যে রেলে যুক্ত হয়ে যাত্রী বহন শুরু করবে।

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দিন জানান, রেলের সৈয়দপুর এবং পাহাড়তলী কারখানায় মোট ১২২টি কোচ মেরামতের কাজ চলছে। এর মধ্যে পাহাড়তলী কারখানায় ৮৬টি এবং সৈয়দপুর কারখানায় ৩৬টি কোচের মেরামত কাজ চলছে। অধিকাংশ কোচের মেরামত কাজ শেষের দিকে। আগামী ১২ জুনের মধ্যে কোচগুলো চলার উপযোগী করে গড়ে তোলা হবে। ২২ জুনের মধ্যে কোচগুলো রেল বহরে যুক্ত হয়ে ঈদের অতিরিক্ত যাত্রী বহন শুরু করবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ১:৪১ অপরাহ্ণ