১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

এক মাছের পেটে মিলল ৬১৪ পিস ইয়াবা

অপরাধ ডেস্ক:
সিলেট নগরীর বন্দরবাজার থেকে একটি মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বন্দরবাজার মাছ বাজার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় মাছ বিক্রেতা আব্দুল খালিককে। র‌্যাব-৯ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৯ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছের পেট কেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জকিগঞ্জ থেকে মাছগুলো আনা হয়। আটক আব্দুল খালিক প্রকৃত মাদক ব্যবসায়ী কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ