১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চালককে মারধরের ঘটনায় গতকাল সোমবার রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

জানা গেছে, পরিবহন চালককে মারধরকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত থেকে বিক্ষুব্ধ মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে সড়কের দুই লেনই অবরোধ করে রাখে শ্রমিকরা। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

এ বিষয়ে গুলশান বিভাগের এসি (পেট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

এদিকে ওই ঘটনায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় গাজীপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটেও একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১১:০২ পূর্বাহ্ণ