২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তান পৌঁছেছেন

ইসলামাবাদ, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হার্বার্ট ম্যাকমাস্টার সোমবার পাকিস্তান পৌঁছেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে তিনি এ সফর করছেন। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রথম সিনিয়র কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফর করছেন ম্যাকমাস্টার।
কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ’র সঙ্গে আলোচনার পর তিনি পাকিস্তান সফরে এসেছেন।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সফরকালে ম্যাকমাস্টার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের কথা রয়েছে। বৈঠককালে দু’নেতা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
মার্কিন কর্মকর্তা পাকিস্তানের সামরিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করতে পারেন। বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করবেন।
মস্কোতে শান্তিপূর্ণভাবে আফগান সংকট সমাধান বিষয়ে আঞ্চলিক ১১ জাতির সম্মেলনের ৩ দিন পর তিনি পাকিস্তান সফরে এলেন।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৭ ১:১৪ পূর্বাহ্ণ