৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৬

১৫মিয়ানমারে পানি উৎসবে ১৪ জনের প্রাণহানি, আহত ২

ইয়াঙ্গুন, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : মিয়ানমারে চলতি বছরের পানি উৎসব চলাকালে অপরাধজনিত ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছে। শনিবার এই ঘটনাগুলো ঘটেছে। সোমবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।
মিয়ানমার ভাষার পত্রিকা মায়ানমা আলিন ডেইলি জানায়, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭ ঘটনা ঘটেছে।
চলতি বছর বৃহস্পতিবার থেকে রোববার ঐতিহ্যবাহী পানি উৎসব চলে।
মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হয়।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৭ ১:১২ পূর্বাহ্ণ