অনলাইন ডেস্ক:
কাতারের সঙ্গে সৌদি, মিশর, আরব আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা।
সোমবার সকালে সৌদি আরবসহ ওই চারটি দেশের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা আসার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের মিশনগুলোতে যোগাযোগ করেছে। বাংলাদেশ সার্বক্ষণিক বিষয়টির ওপর নজর রাখছে বলেও জানা গেছে।
সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও তিনটি দেশ। এ দেশগুলো সৌদি আরবের একান্ত বন্ধু রাষ্ট ও মিত্র।
কাতারের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার সাম্প্রতিক একটি হ্যাকের ঘটনা নিয়ে কাতার ও উপসাগরীয় এ আরব দেশগুলোর মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ছে। যার সূত্র ধরে ওই চারটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
দৈনিক দেশজনতা/এমএম