১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

অ্যাপলের নতুন তিন আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
আইফোনপ্রেমীরা সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। কারণ প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ উন্মোচন অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে, অ্যাপল ঘোষণা করেছে নতুন তিন মডেলের আইফোন। খবর বিবিসির

আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর-এই তিন নতুন মডেল বাজারে এনেছে অ্যাপল।

আইফোন এক্সএস ম্যাক্সের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। এটি এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে বড় ডিসপ্লে। আইফোন এক্সএস-এর ডিসপ্লে আগের মতোই ৫.৮ ইঞ্চি। আইফোন এক্সআরের ডিসপ্লে ৬.১ ইঞ্চি। এটা অপেক্ষাকৃত কম ফিচার সম্পন্ন।

আইফোনের নতুন এই তিন মডেল শুক্রবার থেকে বিশ্বের ৩০টি দেশে প্রি-অর্ডার করা যাবে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১০:২৯ পূর্বাহ্ণ