১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

চীনে পথচারীদের ওপর গাড়ি; নিহত ৯, আহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এই ঘটনা ঘটে। তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কি না তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকার কর্মকর্তারা।

এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ। তার অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন জানয়ুন।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ