১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৩

সুনামগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক উপজেলার জয়নগর গ্রাম ও সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নৌকায় পাথর বোঝায় করার সময় বজ্রপাতে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মামুন পিরোজপুর জেলার কাঠালবাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে।

গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার বেলা ১২টায় বজ্রপাতে অষ্টম শ্রেণির ছাত্র মারা গেছে। ফয়সাল পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পলাশবাড়ী উপজেলা সদরে জামালপুর গ্রামের রফিকুল ইসলাম ড্রাইভারের ছেলে ফয়সাল হোসেন মণ্ডল (১৪) তার বাসার অদূরে বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৮ ৪:২৫ অপরাহ্ণ