১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

৫-০ গোলে ব্রাজিলের বড় জয়

ক্রীড়া ডেস্ক:
ব্রাজিলের কাছে ৫-০ গোলে নাস্তানাবুদ হলো এল সালভাদররা। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বাংলাদেশ সময় আজ বুধবার সকালে দারুণ পারফরম্যান্সে এই বড় জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই নেইমারের দেওয়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১৬ মিনিটে নেইমারের পাস ডি-বক্সে পেয়ে দুর্দান্ত শটে প্রতিপক্ষের জালে বল পাঠান এভারটন ফরোয়ার্ড রিশার্লিসন। এতে ব্যবধান বেড়ে যায়। তবে এই ব্যবধান আরও বাড়িয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো। ৩০ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।

বিরতির আগে দুই পক্ষ আর কোনো গোল না করলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ফের আট্যাকে যায় ব্রাজিল। ৫৫ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রিশার্লিসন। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে নেইমারের কর্নার থেকে সালভাদরের জালে বল পাঠান পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস। বাকী সময়ে আর কোনো গোল না হলেও বড় ব্যবধানে জয় নিয়েই ব্রাজিল।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৮ ১:৩২ অপরাহ্ণ