২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৩

মোবাইল ফোনে মা-বাবার আসক্তির বিরুদ্ধে শিশুদের অভিনব প্রতিবাদ

রকমারি ডেস্ক:
তথ্য-প্রযুক্তির কল্যাণে হাতে হাতে এখন মোবাইল ফোন। এই মোবাইল ফোন যেমন যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে, তেমনি অতিমাত্রায় মোবাইল ফোন আসক্তির ফলে অনেক নেতিবাচক ঘটনাও ঘটছে। নষ্ট হচ্ছে মূল্যবান সময়, হচ্ছে অর্থের অপচয়। আর এবার জার্মানির হামবুর্গের একদল শিশু শনিবার বিক্ষোভে অংশ নিয়ে মা-বাবার মোবাইল ফোন আসক্তির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে।

অভিনব এই বিক্ষোভের আয়োজকও একজন শিশু। ওই বিক্ষোভের আয়োজন করে সাত বছর বয়সী এমিল। মজার বিষয় হচ্ছে, এমিলের বাবা-মা এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতির ব্যবস্থা করে দিয়েছে। শিশু ও তাদের বাবা-মা মিলে প্রায় ১৫০ জন ওই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের জন্য শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে এনেছিল।

বিক্ষোভ সমাবেশে এমিল বলেন, আমি আশা করছি, আজকের এই বিক্ষোভের পর মানুষজন তাদের মোবাইল ফোনে কম সময় ব্যয় করবেন।

এমিল আরও বলেন, সব বাবা-মার উদ্দেশে এই বার্তা দিতে চাই- ‘আমার সঙ্গে খেলো, তোমার স্মার্টফোনের সঙ্গে নয়’।

গবেষণায় দেখা গেছে- বাবা-মার মোবাইল ফোন আসক্তি শিশুদের মধ্যে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তারা ঘ্যানঘ্যানে বা প্যানপ্যানে শিশু হয়ে উঠতে পারে। এমনকি হাইপার অ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হতে পারে।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ