১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

প্রধান বিচারপতিকে নিয়ে কটূক্তি করায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে নিয়ে ফেসবুক পেজে কটূক্তি করার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে কোর্ট কিপার আবু বক্কর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

রোববার রাত সােড়ে ১০টায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘একটি ফেসবুক পেজে প্রধান বিচারপতিকে নিয়ে কটূক্তি করায় আজ দুপুরে মামলা হয়েছে। তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৫, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ