১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৮

মাগুরায় বজ্রপাতে ৪ কৃষক নিহত

মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা এলাকার রূপদাহ মাঠে আজ মঙ্গলবার দুপুরে বজ্রপাতে চার কৃষক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্লা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্লা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)। বজ্রপাতে একই গ্রামে চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, দুপুরে বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ওই চার কৃষকের মৃত্যু হয়। স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সেখানে গিয়ে নিহতদের উদ্ধার করে।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৮ ৫:০৭ অপরাহ্ণ