১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

অ্যাপলকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় সেখানে বাড়তে পারে সব প্রযুক্তি পণ্যের দাম। এ অবস্থা থেকে মুক্তি পেতে অ্যাপলকে আমেরিকাতেই সব পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির

এক টুইটে ট্রাম্প বলেন, ‌‘চীন থেকে আমদানি শুল্ক অনেকটা বেড়ে যাওয়ার কারণে অ্যাপলের পণ্যের দাম বাড়তে পারে। তবে এই ট্যাক্সের হাত থেকে বাঁচতে এক সহজ সমাধান রয়েছে। এই পণ্যগুলো চীনের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করুন। এখনই নতুন পরিকল্পনা শুরু করুন।’

তবে এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, আমদানি শুল্ক বৃদ্ধির ফলেই কোম্পানির একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই তালিকায় অ্যাপল ঘড়ির নাম থাকলেও আইফোনের কথা উল্লেখ করেনি কোম্পানিটি।

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৮ ৪:৫৯ অপরাহ্ণ