১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

আজীবন সদস্য সম্মাননা পেলেন অঞ্জু ঘোষ

বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বোচ্চ সম্মাননা আজীবন সদস্যপদ পেলেন এক সময়ে বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। দীর্ঘ প্রায় ২২ বছর পর ঢাকায় আসা ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সভাপতি মিশা সওদাগর এ ঘোষণা দেন।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন ‘বেদের মেয়ে জোছনা’ ছবির নায়ক ইলিয়াস কাঞ্চন, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, খল-অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা সুব্রতসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

তবে শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি সমিতির সভাপতি। তিনি এই সম্মাননার একটি চিঠিও তুলে দেন অঞ্জু ঘোষের হাতে।

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ