১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতলো ভারত

অনলাইন ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতলো ভারত। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৮ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৩১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ভারত। রোববার টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি পাক বোলাররা। কোহলি-যুবরাজদের ঝড়ে কেবল তাদের কেবল অসহায়ও মনে হয়েছে।
শেষ দিকে মাত্র ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বাড়তি পুঁজি এনে দেন হার্দিক পাণ্ডে। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ১১৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো। এছাড়া বিরাট কোহলি ৬৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আর ৩২ বলে ৫৩ রান করে যুবরাজ আউট হন। এর আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উদ্বোধনী জুটির দৃঢ়তায় শুভ সূচনা করে টিম ইন্ডিয়া। ১৩৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শেখর ধাওয়ান ব্যক্তিগত ৬৮ রান করে শাদাব খানের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। দীর্ঘদিন পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা ভারত প্রথমে দেখেশুনে ব্যাট করে। ৯.৫ ওভারে সংগ্রহ করেছে ৪৬ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় উপমহাদেশের এ দুই চির প্রতিদ্বন্দ্বীর ক্রিকেট যুদ্ধ। ৪৫ মিনিট বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়। এরপর বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। ৩৪তম ওভারে আবারও বৃষ্টির কারণে খেলা প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৫, ২০১৭ ১০:৩২ পূর্বাহ্ণ