১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

নারীদের নেবে না থাই পুলিশ অ্যাকাডেমি!

আন্তর্জাতিক ডেস্ক:
নারী ক্যাডেট ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমি। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। থাই পুলিশ বিভাগের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সিদ্ধান্তকে লিঙ্গ বৈষম্য বলে মনে করছেন সমালোচকরা।

থাইল্যান্ডের রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমি শত বছরের পুরনো। এই অ্যাকাডেমিতে ২০০৯ সাল থেকে নারী ক্যাডেট নেয়া শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০০ জন নারী সেখান থেকে পাস করে বের হয়েছেন।

নারী অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত যৌন হয়রানির অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতে থাই মেয়েদের নিরুৎসাহী করে তুলতে পারে।

এ বিষয়ে মানবাধিকার সংস্থা ‘ফাউন্ডেশন ফর ওমেন’-এর পরিচালক উসা লার্ডসরিসুন্টাড বলেন, এটা লিঙ্গ বৈষম্য। এমনিতেই নারী পুলিশ কর্মকর্তার সংখ্যা খুবই কম।এই সিদ্ধান্তের কারণে তা আরো কমে যাবে।

মানবাধিকার সংস্থা ‘ওমেন অ্যান্ড মেন প্রোগ্রেসিভ মুভমেন্ট’ এর পরিচালক জাদেত চাউয়িলাই জানান, এটি থাইল্যান্ডে নারী নিরাপত্তা ও নারীর অধিকারের ক্ষেত্রে একটি পশ্চাৎপদ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, জাতিসংঘের সংস্থা ‘ইউএন ওমেন’-এর এক প্রতিবেদন বলছে, থাইল্যান্ডে প্রায় ৯০ শতাংশের মতো ধর্ষণের ঘটনা অপ্রকাশিত থাকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ